ঈদের আগে কাচামরিচের ঝাল কমলেও পেঁয়াজ- রসুন ও আদার দাম চড়া

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
রাজধানীতে কাচামরিচের দাম কমলেও পেঁয়াজ, রসুন ও আদার দাম চড়া। আর ১০দিন পরই কোরবানির ঈদ। আর ঈদকে উপলক্ষ করে রাজধানীর বাজারে দাম বাড়ছে পেঁয়াজের। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা। দাম বাড়ার তালিকায় আরও রয়েছে আদা- রসুনও মসলার। তবে স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির বিষয় গত সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির পাশাপাশি কাচামরিচের দাম কমেছে। জানা গেছে, স্বাভাবিকভাবে কোরবানি ঈদে জিরা, এলাচি ও দারুচিনিসহ এসব মসলার চাহিদা বেশি থাকে। আর ব্যবসায়ীরাও এই সুযোগকে কাজে লাগিয়ে হাতিয়ে নেয় অতিরিক্ত দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। চাল ও পেয়াজের পর এখন মসলার দামও বাড়ছে। এরপরও সরকারি কোনো মনিটরিং ব্যবস্থা দেখা যাচ্ছে না বাজারে।
ক্রেতা ফিরোজ বলেন, পেয়াজ আদা, জিরা, এলাচ সব কিছুরই দাম বেড়েছে। ঈদের বাকি আরো ১০ দিন। সোমবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এ তথ্য পাওয়া গেছে। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হয়। যা গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এ নিয়ে গত এক মাসের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। তবে দেশি পেঁয়াজের দাম বেড়েছে সবচেয়ে বেশি, ২২ দশমিক ২২ শতাংশ। কাওরানবাজারের পেঁয়াজ ব্যবসায়ী কামাল বলেন, সাধারণত কোরবানির ঈদে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। এজন্য দাম কিছুটা বাড়তি থাকে। এছাড়া এবার দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিপাতের কারণে দেশি পেঁয়াজের ক্ষতি হয়েছে। তবে ঈদের পর পেঁয়াজের দর আবারও কমে যাবে। দাম বেড়েছে আদারও। গত সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আদায় ১০ টাকা বেড়ে মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৪০ টাকায়। রসুনের দাম বেড়েছে ১০ টাকা থেকে ২০ টাকা কেজি। খুচরা বাজারে প্রতি কেজি দেশি রসুন ৬০ থেকে ৮০ টাকা ও আমদানিকৃত রসুন ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়। মসলার পাইকারি বাজারে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি জিরা ৩০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়, দারুচিনি ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২৮০ টাকা ও এলাচি কেজিতে ৫০ থেকে ২৫০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৬০০ টাকা থেকে ১৮৫০ টাকায়। এছাড়া তেজপাতা ৯০ টাকা থেকে ১৩০ টাকায়, সাদা গোল মরিচ ১০০০ টাকা থেকে ১১০০ টাকা, কালো গোল মরিচ ৬৮০ টাকা থেকে ৭০০ টাকায়, জয়ফল ৬৫০ টাকা থেকে ৯৫০ টাকায়, কিসমিস ২৬৫ টাকা থেকে ২৭৫ টাকা, আলু বোখারা ৪৬০ টাকা থেকে ৪৯০ টাকা, কাঠবাদাম ৬১০ টাকা থেকে ৭১০ টাকা, পোস্তাদানা ৭৮০ টাকা থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারের মসলার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। কারওয়ান বাজার, হাতিরপুল বাজারে মানভেদে প্রতিকেজি জিরা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা, দারুচিনি ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা ও এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ টাকা থেকে ১ হাজর ১৯০০ টাকায়, তেজপাতা ১৫০ টাকা থেকে ১৮০ টাকা, সাদা গোল মরিচ সাড়ে ৯৮০ থেকে ১ হাজার টাকা, কালো গোল মরিচ ৮০০ টাকা থেকে ৮৫০ টাকায়। এদিকে সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সবজিভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমে রাজধানীর বাজারগুলোতে পটল, চিচিঙ্গা, ঝিঙা ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, কাকরোল, ঢেঁরস ৪৫ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করল্লা ৪০ থেকে ৫০ টাকা, আলু ২৫ টাকা, শশা ৪০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়। মিরপুর সবজি বিক্রেতা হায়দার হোসেন বলেন, বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছাত্রদের অবরোধে পরিবহন সমস্যায় সবজির দাম বেড়েছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির সববরাহ বেড়েছে। ফলে দাম কমতির দিকে। তবে এখনও বাড়তি দরেই বিক্রি হচ্ছে ডিম। বর্তমানে প্রতি হালি ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। যা এক মাস আগেও ছিল ২৮ টাকা হালি। তবে স্থিতিশীল রয়েছে মাছের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি রুই, কাতলা ২৮০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৮০ টাকা, চাষের কৈ ১৬০ থেকে ২২০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, শিং ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৫’শ থেকে ৬’শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫’শ থেকে ৫৫০ টাকায়।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধঈদ উপলক্ষে সোমবার থেকে নতুন টাকা পাওয়া যাবে
পরবর্তী নিবন্ধজেনিথ ইসলামী লাইফের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন