ঈদের আগের ও পরের ৫ দিন লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

অন্যান্য সময়ের মতো এবারও ঈদুল আজহার আগের পাঁচদিন ও পরের পাঁচদিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে সরকার।

বুধবার (৬ জুলাই) নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের আগে পাঁচদিন এবং ঈদের পরের পাঁচদিন যাত্রীবাহী নৌযানে মোটরসাইকেল পরিবহন করা যাবে না। বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছরই ঈদের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১০ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

পূর্ববর্তী নিবন্ধভরিতে স্বর্ণের দাম কমলো ১১৬৬ টাকা
পরবর্তী নিবন্ধঈদে মোটরসাইকেল চলাচলের বিষয়ে যা বললেন আইজিপি