ঈদেও উপলক্ষে শেয়ারবাজার বন্ধ ৯ দিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

ঈদ-উল আযহা উপলক্ষ্যে শেয়ারবাজার বন্ধ থাকবে ৯ দিন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল আযহায় সরকারি ছুটি থাকবে ৯ থেকে ১৭ আগস্ট। এর আগে ৯ ও ১০ আগস্ট শুক্র ও শনিবার সাধারন সরকারি ছুটি। এরপরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৬ ও ১৭ আগস্ট শুক্র ও শনিবার এর সাধারণ সরকারি ছুটি । তাই ঈদের আগে ও পরে এই ৫ দিন সরকারি বন্ধ থাকবে। এরমধ্যে শুধুমাত্র ১৪ আগস্ট কোনো বন্ধ নেই। তবে ডিএসইর পর্ষদ সেই দিনও শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার।

পূর্ববর্তী নিবন্ধশুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ