ঈদযাত্রা: ৫৫ মিনিট বিলম্বে ছাড়লো ধূমকেতু

নিজস্ব প্রতিবেদক:

পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। বুধবার (২৭ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিট থেকেই রেলপথে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে। আগামী কদিন দৈনিক প্রায় ৫৩ হাজার যাত্রী ট্রেনে ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে। এরমধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে ২৭ হাজারের বেশি।

বুধবার (২৭ এপ্রিল) ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বে পড়ে। আধা ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৬টায় ট্রেন ছাড়া সময় নির্ধারণ হলেও ট্রেনটি কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় সকাল ৬টা ৫৫ মিনিটে। তবে এর আগেই সকাল ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের স্টেশন ছাড়ার মাধ্যমে আনুষ্ঠানিক শুরু হয় ঈদযাত্রা।

এদিকে ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনেই এমন বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন ঘরমুখো মানুষ। তারা বলছেন, শুরুর দিনই এমন দেরি হলে এসব ট্রেন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবে না। এতে আপ-ডাউনে শিডিউল বিপর্যয়ে পড়বে। ভোগান্তি বাড়বে যাত্রীদের।

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী জয়নাল আবেদিন বলেন, কোনো ট্রেন ১ মিনিট বিলম্ব হলে আপ-ডাউনে ১৫ থেকে ২০ মিনিট বিলম্ব হয়। ধূমকেতু শুরুতেই ৫৫ মিনিটের বিলম্ব, বাকিটা সময় কিভাবে শিডিউল ঠিক হবে জানি না।

মিতু আক্তার নামে অন্য এক যাত্রী বলেন, ধূমকেতু ছাড়ার কথা ভোর ৬টায়। সেখানে বলা হলো সাড়ে ৬টায় ছাড়বে। ৬টা ৫০ মিনিট বাজে, এখনো ট্রেন ছাড়ার নাম নেই। সড়কের ভোগান্তি এড়াতে আমরা ট্রেনের ওপর ভরসা করি, রাত-দিন অপেক্ষা করে টিকিট সংগ্রহ করেছি। এখন যাত্রাপথেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে পারাপব এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। কিন্তু ট্রেনটি সকাল ৭টা পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে আসেনি। সকাল ৭টার ট্রেন চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ৪ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে গেছে। সকাল ৭টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত সঠিক সময়ে প্লাটফর্মে অবস্থান করতে দেখা গেছে কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতী, দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেস ও চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী।

তবে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ৩০ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে সকাল ৮টা ৪৫ মিনিটে।

কমলাপুর রেল স্টেশনে কথা হয় ইয়ারুল ইসলাম নামে সিলেটগামী এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, এবারের ঈদযাত্রায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিলো টিকিট পাওয়া নিয়ে। গত ২৩ এপ্রিল টিকিট হাতে পাওয়ার পরই ঘরে ফেরার বাড়তি আনন্দ যোগ হয়। অনেক কষ্টে টিকিট পাওয়ার পর সব কষ্ট ভুলে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা।

ইয়ারুল জানান, এবারের ঈদে দীর্ঘ ১২ ঘণ্টা স্টেশনে কাউন্টারের সামনে লাইনে অপেক্ষা করে, আড্ডা দিয়ে সময় পার করে কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়েছি। আমার ক্যাম্পাসে (ঢাক কলেজ) এখন ছুটি চলছে। বাড়িতে বেশ কিছুদিন থাকবো। মাত্র ক্যাম্পাসে একটা ঝামেলা শেষ হলো, পরিস্থিতি বুঝে ঢাকায় ফিরবো।

এদিন সেহরি খেয়েই স্টেশনে চলে আসেন ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী জিয়াউর। তিনি যাবেন রাজশাহী। কথা হলে জাগো নিউজকে বলেন, প্রতিবার ঈদে গ্রামের বাড়ি রাজশাহীর খড়খড়িতে যাই। এবারও পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছি। রাস্তায় ভোগান্তি এড়াতে এবার অফিসে একদিন আগেই ছুটি নিয়েছি। ঈদের দ্বিতীয় দিনই ঢাকায় ফিরবো, ইনশাআল্লাহ।

বুধবার সকাল ৮টা থেকে পঞ্চম দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন বিক্রি হচ্ছে ১ মে’র ট্রেনের টিকিট। ১ মে’র আগাম টিকিট পেতে মঙ্গলবার দিনগত রাত থেকেই স্টেশনে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। যাদের অনেকেই স্টেশন এলাকাতেই সেরেছেন ইফতার ও সেহরি। অনেক নারীও এসেছেন সেহরির আগেই। তাদেরও লক্ষ্য ১ মে’র টিকিট হাতে পাওয়া।

পূর্ববর্তী নিবন্ধট্রেনের ১ মে’র টিকিট জন্য কমলাপুরে মানুষের ভিড়
পরবর্তী নিবন্ধপণ্য ক্রয়ে ইভ্যালি কাকে কত টাকা দিয়েছে, জানতে চান হাইকোর্ট