ইসি গঠনে নাম দিচ্ছে রাজনৈতিক দলগুলো

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
5নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নাম দিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রথম দল হিসেবে এলডিপি নাম জমা দেয়।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবিত নাম জমা দেবেন।

এলডিপির কেন্দ্রীয় দফতর সম্পাদক ওমর ফারুক সুমন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল ওয়াদুদের কাছে তাদের প্রস্তাবিত পাঁচটি নাম জমা দেন।

এরপর ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসেন, খেলাফত মজলিশের নায়েবে আমীর সৈয়দ মজিবর রহমান, ন্যাপের (মোজাফফর) মহাসচিব ইসমাইল হোসেন, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ-এর প্রচার সম্পাদক জয়নুল আবেদীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহকারী দফতর সচিব নাম জমা দেন।

তবে কোন দলই জমা দেওয়া নামগুলো প্রকাশ করতে চাননি।

সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করবেন।

ছয় সদস্যের সার্চ কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কমিটিতে সদস্য হিসেবে আছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিণ আখতার।

গত শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাঁচটি করে নাম নেওয়ার সিদ্ধান্ত নেয়।

সে অনুযায়ী সংলাপে অংশ নেয়া ৩১ টি দলের নিকট থেকে মোট ১৫৫ জনের নাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদের মধ্য থেকে নাম বেছে নেবে সার্চ কমিটি।

মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) নাম দেয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধদর্শকদের বিদ্রুপের উচিত জবাব দিলেন রোনালদো
পরবর্তী নিবন্ধসার্চ কমিটিতে নাম জমা দিয়েছে বিএনপি