পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে বিএনপির প্রতীকী অনশন চলাকালে দলটির মহাসচিব এমন দাবি করেন।
তিনি বলেন, ‘এ দেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাউকে গ্রেফতার করতে হলে জানাতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হবে। কিন্তু গতকাল রাতে ইসহাক সরকারকে গ্রেফতার করার পর এখনও তাকে আদালতে নেয়া হয়নি। তার সম্পর্কে পরিবারকেও কোনো কিছু জানানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘ইতিপূর্বে এমন আরও অনেক ঘটনা ঘটেছে। আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতারের পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ কারণে ইসহাক সরকারকে নিয়ে আমরা চিন্তিত। অবিলম্বে আমরা তার খবর জানতে চাই। তার পরিবারকে জানানো হোক, সে কোথায় আছে, কেমন আছে।’
উপস্থিত ইসহাক সরকারের স্ত্রী এ সময় বলেন, ‘গতকাল সাদা পোশাকধারী কিছু লোক এসে আমার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর তার কোনো তথ্য জানতে পারিনি। আমি আমার স্বামীকে একনজর দেখতে চাই। অবিলম্বে তাকে আমাদের সামনে হাজির করা হোক।’
তিনি আরও বলেন, ‘সরকারের প্রতি আমার দাবি, আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। অন্তত একবার আমার স্বামীকে আমার সামনে হাজির করা হোক।’
ইসহাক সরকারের বোন বলেন, ‘ভাইকে ধরে নিয়ে যাওয়ার পর আমরা সারারাত রাস্তায় কাটিয়েছি। ভাইকে দেখতে চাই, পরিবারের সবাই একনজর তাকে দেখার জন্য অস্থির হয়ে আছেন। সরকারের কাছে বিনীত অনুরোধ, অবিলম্বে আমার ভাই কোথায় আছে সেটা আমাদের জানানো হক।’
ইসহাক সরকারের পরিবারের অভিযোগ, গতকাল রাত সোয়া ১১টার দিকে বনানী থেকে সাদা পোশাকধারী কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।