ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা ১৩ মার্চ, ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ফসিউল আলম সভাপতিত্ব করেন।

সভায় কো¤পানির পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ কামরুল হাসান, মুহাম্মদ কায়সার আলী, মোঃ আলতাফ হুসাইন , জি. এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, শেয়ারহোল্ডার মো. আশরাফুল হক, এফসিএ, মোঃ সালেহ ইকবাল, কোম্পানির শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ, কোম্পানী সেক্রেটারি আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস, অ্যাডমিন ইনচার্জ মোঃ আল আমিন, হিসাব বিভাগের ইনচার্জ মো: মনির হোসেন তালুকদার ও আইটি ইনচার্জ আশরাফ খান উপস্থিত ছিলেন ।

এসময় শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৩ সালের আর্থিক বিবরণীর অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার
পরবর্তী নিবন্ধদেশে শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ : বিবিএস