ইসলামী ব্যাংকের সাসটেইন্যাবিলিটি রেটিং অ্যাওয়ার্ড লাভ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাসটেইন্যাবল রেটিংয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর টপ পারফর্মিং ব্যাংকিং অ্যাওয়ার্ড লাভ করেছে।

২৮ আগস্ট রোববার বিআইবিএম অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান ফ্লোরিয়ান হোয়েলেনের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন।

এ সময় বিআইবিএম-এর ডাইরেক্টর জেনারেল ড. মোঃ আখতারুজ্জামান, অর্থনীতিবিদ, ব্যাংকার, জলবায়ু বিশেষজ্ঞ, বিআইবিএম ও জার্মান ডেভলপমেন্ট কো-অপারেশনের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের আন্দোলনের মুখে রমজান আলীকে ক্লাশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ 
পরবর্তী নিবন্ধ