নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) রাজধানীর একটি হাসপাতালে ২০ মে ২০২০, বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সহ ইসলামী ব্যাংক পরিবার বিশিষ্ট এই আলেম ও বায়তুশ শরফের পীর সাহেবের জন্য মহান আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:) এক ছেলে ও ছয় মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮২ বছর। তিনি ২০০৭ সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।