ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে দিনব্যাপী “ব্যাংকে কার্যকর অভ্যনÍরীণ নিরীক্ষা পদ্ধতি” বিষয়ক কর্মশালা ১৬ এপ্রিল রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমী (আইবিটিআরএ)-র প্রিন্সিপাল ( চলতি দায়িত্ব) কে এম মুনিরুল আলম আল- মামুনের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও মুহাম্মদ শাব্বির এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী। ব্যাংকের অডিট ডিভিশনের ১০০ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে: মন্ত্রী