জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
ইসলামপুরের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি ৮০০ প্রতিবন্ধী পরিবারের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বন্যার্ত প্রতিবন্ধিদের আয় রোজগার সম্পূর্ণরুপে বন্ধ হয়ে গেছে। পানিবন্দি অবস্থায় ১২ দিন পার করলেও এখন পর্যন্ত প্রতিবন্ধিদের সাহায্যে কেউ যায়নি। প্রতিবন্ধিরা এখনও পায়নি কোনো ত্রাণসামগ্রী। এতে বন্যাকবলিত এলাকায় প্রায় ৮০০ প্রতিবন্ধীর পরিবার না খেয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ মঙ্গলবার সকালে পাথর্শী ইউনিয়নের জারলতলা গ্রামের প্রতিবন্ধী আঃ করিম এক পা আর ক্র্যাচে ভর করে খাবার সংগ্রহে যাচ্ছিলেন। তিনি বলেন, বন্যার পানিতে মাচার উপর ১২ দিন কেটে গেছে। ত্রাণ তো দূরের কথা কেউ খোঁজও নেয়নি। অথচ আঙ্গরে এহন বন্যার পানিতে পড়ে মরার দশা হইছে। একই ইউনিয়নের দেলীরপাড় গ্রামের প্রতিবন্ধী হবিবর রহমান হবি বন্যার পানিতে রাখা ট্রাইসাইকেলে বসে বলেন, ত্রাণের জন্য অপেক্ষা করছি, ও সাংবাদিক ভাই আজ কেউ ত্রাণ দিতে আসবো নাকি? খুব ক্ষুধা লাগছে। সাতদিন ধরে ভাত আইন্দে খাবার পাই না। বানে ঘরের ভিতর থেকে পানি এহনো সরে নাই। ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হইছে। চকির উপর চকি বসিয়ে রাত্রি যাপন করছি। রাতে চৌকির উপর বিষধর সাপও উঠে আসে। আশপাশের টিউবওয়েল বানের পানিতে তলিয়ে গেছে। জীবন বাঁচানোর জন্য বানের পানিই খাইতাছি।
একই দিনে ইসলামপুরের দক্ষিণ চিনাডুলি গ্রামের শারিরীক প্রতিবন্ধী তোফাজ্জল হোসেন, জারুলতলা গ্রামের শারিরীক প্রতিবন্ধী আব্দুর করিম , পূর্ব বামনা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মন্টু মিয়া, দরিয়াবাদ গ্রামের শারিরীক প্রতিবন্ধী মিনারা বেগম, গাঁওকুড়া গ্রামের শারিরীক প্রতিবন্ধী নান্নু মিয়া, বাটিকামারী গ্রামের শারিরীক প্রতিবন্ধি সাখাওয়াত হোসেনসহ অর্ধশতাধিক প্রতিবন্ধীদের সাথে দেখা করে জানা গেছে, ইসলামপুরে প্রায় প্রায় ৮০০ প্রতিবন্ধী পরিবারের ঘরবাড়িতে বন্যার পানি উঠেছে। এসব পানিবন্দি প্রতিবন্ধীদের জীবন ধারণ দুর্বিষহ হয়ে উঠেছে।
এ ব্যাপারে জামালপুর জেলার ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (ডিপিওডি)এর পরিচালক মোবারক হোসেন বলেন, ইসলামপুরে প্রায় ৮০০ প্রতিবন্ধী পরিবারের ঘরবাড়িতে বন্যার পানি উঠেছে। প্রতিবন্ধিদের শুকনো রাস্তায় চলতেই অন্যের সাহায্য নিতে হয়। তাই ঘরবাড়িসহ বাড়ির চারপাশে বন্যার পানি উঠায় প্রতিবন্ধীরাই সবচেয়ে বেশী কষ্টে আছেন। বন্যা দূর্গত প্রতিবন্ধী পরিবারগুলোর মাঝে খাবার, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণসহ তাদের চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরী। এ ছাড়াও বন্যা পরবর্তী পুর্নবাসন কর্মসূচির মাধ্যমেও বন্যা দূর্গত প্রতিবন্ধী পরিবারগুলোকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা যেতে পারে।
ইসলামপুরের ইউএনও এবিএম এহছানুল মামুন জানান, ইসলামপুরের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি প্রতিবন্ধিদের তালিকা করে তাদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়াও চিনাডুলি ইউনিয়নের পূর্ব বামনা এবং সাপধরী ইউনিয়নের জোড়ডোবা গ্রামের প্রতিটি প্রতিবন্ধী পরিবারের ঘরে ঘরে নিজে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বলেও জানান তিনি।