ইসরায়েলি সেনাদের গুলিতে দুই বালকসহ ৭ ফিলিস্তিনি নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে দুজন বালকসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ৩০ মার্চ ধরে চালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিক্ষোভে শুক্রবারও ইসরাইলি সীমান্ত বরাবর হাজার হাজার মানুষ অংশ নেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভের ভেতর থেকে তাদের দিকে বিস্ফোরক দ্রব্য ও পাথর নিক্ষেপ করার জবাবে তারা বিমান হামলা ও তাজা গুলি ছোড়ে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ৫০৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত ৭ জনের মধ্যে ১২ ও ১৪ বছরের বালক রয়েছে।

ছয় মাস আগে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ হাজারের বেশি ফিলিস্তিনি।

প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সর্বশেষ বিদ্রোহের ১৮তম বার্ষিকী ছিল শুক্রবার। দিনটি পালন করতে কয়েক হাজার ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ২০ লাখের বেশি অধিবাসীর গাজা গত এক দশক ধরে অবরুদ্ধ করে রেখেছে মিশর ও অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে উপত্যকাটিতে অর্থনেতিকভাবে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধযশোরে ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধইভিএম ব্যবহারের পক্ষে মত জানালেন শেখ হাসিনা