ইসরাইলের সাবমেরিনকে আঘাত করার হুশিয়ারি ইরানের

 

পপুলার২৪নিউজ ডেস্ক:

পারস্য উপসাগরে ইসরাইলের যে কোন সাবমেরিনকে আঘাত করতে দ্বিধা করা হবে না বলে হুশিয়ার করেছে ইরান।

এ জন্য সেখানে কোনো সাবমেরিন না পাঠাতে ইহুদিবাদী দেশটিকে সতর্ক করেছে ইরান।

দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি এ হুশিয়ারি দিয়েছেন বলে ইরনার খবরে বলা হয়েছে।

আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই জানতে হবে যে, আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসনের জবাব হবে শক্ত এবং ব্যাপক। ইসরাইল যদি পারস্য উপসাগরে কোনো সাবমেরিন পাঠায় তাহলে ইরান তাতে আঘাত করতে কোন রকমের দ্বিধা করবে না।

পারস্য উপসাগরের কৌশলগত জলরাশিতে ইসরাইল একটি সাবমেরিন পাঠাচ্ছে বলে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে জানানো হয়েছে।

ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তেল আবিব তেহরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধসাইকেল লেন থেকে উচ্ছেদ পুলিশ বক্স
পরবর্তী নিবন্ধজাতির সামনে কঠিন বিপদ আসছে: জাফরুল্লাহ