ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক :

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট।

এ সময় ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার পাশাপাশি হামলা পরিচালনাকারী বিমানে আঘাত হানে সিরিয়ার ক্ষেপণাস্ত্র।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থার ভাষ্য, মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে দক্ষিণের তান্ফ অঞ্চল থেকে ইসরাইল হামলা চালায়।

তবে ইসরাইলি হামলার জবাব দেয় সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। এর পর হামলায় অংশ নেয়া ইসরাইলি বিমানগুলো সিরিয়ার ভূখণ্ড থেকে চলে যায়।

এর আগেও একবার টি-ফোর বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল।

এ ছাড়া গত মাসে রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছিল, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে ইসরাইল ওই হামলা চালায়।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সূত্র: পার্স টুডে।

পূর্ববর্তী নিবন্ধগোল্ডেন বুট জিতবেন কে
পরবর্তী নিবন্ধসৌদি আরবে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ২