ইসরাইলকে ধ্বংসের পর অস্ত্র সমর্পণ করব: হিজবুল্লাহ

পপুলার২৪নিউজ ডেস্ক :

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ইসরাইলকে ধ্বংস করার পর অস্ত্র সমর্পণ করা হবে, এর আগে নয়।

শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

শেখ নায়িম কাসেম বলেন, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানের ওপর আঘাত হানার ইসরাইলি ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্র সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বলে তিনি জানান।

নায়িম কাসেম হুশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের ভুলের কারণে সিরিয়ায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা রয়ে গেছে।

লেবাননের আসন্ন সংসদ নির্বাচনে হিজবুল্লাহ আগের চেয়ে ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন নায়িম কাসেম। আগামী ৬ মে দেশটিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘তারেকও চায় ক্ষমতা, তার বউও চায় ক্ষমতা’
পরবর্তী নিবন্ধউত্তরায় ১৩ কেজি স্বর্ণসহ দুই চোরাকারবারি গ্রেফতার