ইরানে কুচকাওয়াজে হামলার মূল হোতা নিহত

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, গত মাসে দেশটির আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে রক্তক্ষয়ী হামলার মূলহোতাকে তারা হত্যা করেছে। ওই হামলায় ২৫ জনের বেশি নিহত হয়েছিলেন, যাদের প্রায় অর্ধেকই বিপ্লবী গার্ডের সদস্য।

ইসলামিক এস্টেট ও ইরানি নৃতাত্ত্বিক আরবরা ইরান সরকারের বিরুদ্ধে আহওয়াজ জাতীয় প্রতিরোধের ডাক দিয়েছে। দেশটির তেলসমৃদ্ধ খুজেস্তানপ্রদেশে তারা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।

এ দুই গোষ্ঠীই গত ২২ সেপ্টেম্বরের হামলার দায় স্বীকার করেছে। যদিও নিজেদের দাবির পক্ষে তারা চূড়ান্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

গত ১ অক্টোবর সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজন আইএস জঙ্গি হত্যার দাবি করেছিল ইরান। এ সময় তারা জঙ্গিদের অবকাঠামো ও রসদ ধ্বংস করে দেয়।

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেন, কুচকাওয়াজে হামলার অর্থের জোগান দিয়েছে সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব। যারা এ হামলার নেপথ্যে তাদের কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইরানের ব্যাংকিং খাতের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধনরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ চূড়ান্ত অভিযানের প্রস্তুতি