পপুলার২৪নিউজ ডেস্ক:
ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর মসুলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এক টেলিভিশন নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে।
৩০ বছর বয়সী কুর্দি নারী সাংবাদিক শিফা গার্দি এসময় মসুলে ইরাকি বাহিনীর আইএস বিরোধী অভিযানের অগ্রগতি নিয়ে দেশটির কুর্দিস টিভি চ্যানেল ‘রুদো’ তে সরাসরি রিপোর্ট করছিলেন।
বোমার আঘাতে শিফা’র ক্যামেরাম্যান ইউনিস মুস্তাফাও আহত হয়েছেন।
মসুল দখলের লড়াইয়ে শুরু থেকেই ইরাকি বাহিনীকে আইএসএ’র কঠিন প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব জানিয়েছেন, গাড়ি বোমা, ড্রোন ও চোরাগুপ্তা হামলার মধ্য দিয়েই ধীরে ধীরে এগোচ্ছে সেনারা।
সূত্র: বিবিসি