পপুলার২৪নিউজ ডেস্ক:
ওয়ানডে ক্রিকেটে সবশেষ ১০ ম্যাচে ইমরুল কায়েসের তিনটি হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরি। ১০ ম্যাচে দুই অঙ্কের নিচে একবারও আউট হননি তিনি। তারপরও টিম কম্বিনেশনের কারণে আজ একাদশের বাইরে যেতে হতে পারে ইমরুলকে।
তার পরিবর্তে মেহেদী হাসান মিরাজ বা সানজামুল ইসলামের মধ্যে যেকোনো একজন সুযোগ পেতে পারেন। তবে টিম ম্যানেজমেন্টের পছন্দে এগিয়ে রয়েছেন মিরাজ। চার পেসার নিয়ে একাদশ সাজালে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তাসকিন আহমেদেরও।
আট ব্যাটসম্যানের নীতিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন ইমরুল। ২০ বলে ১৯ করে আউট হয়েছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ইমরুল একাদশে সুযোগ পাওয়ায় ব্যাটিংয়ে নিচে নেমে যেতে হয়েছিল সাব্বির রহমানকে।
দলে আট ব্যাটসম্যান রাখাটাকেই প্রথম ম্যাচে হারের অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশারও জানিয়েছেন, মিরাজকে একাদশে দেখতে চান তিনি।
এমনকি তাকে দিয়ে বোলিং উদ্বোধন করানোর পক্ষে হাবিবুল বাশার। মাশরাফির চাহিদা একজন ডান-হাতি অফ-স্পিনার। সেখানে মিরাজ একমাত্র পছন্দ। প্রথম ম্যাচে যিনি ছিলেন একাদশের বাইরে।
সাকিব আল হাসান প্রথম ম্যাচে ভালো করতে না পারায় বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকেও দলে রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলো অবশ্য চার পেসার নিয়ে মাঠে নামছে। আজ উইকেটের অবস্থা দেখে চার পেসারের ভাবনায়ও যেতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেও বোলিং ব্যর্থতায় হেরেছিলেন মাশরাফিরা।