ইভিএমের সিদ্ধান্ত ভোট জালিয়াতির মাস্টারপ্ল্যান: রিজভী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত ভোট জালিয়াতির চূড়ান্ত মাস্টারপ্ল্যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নিজের নেতৃত্বাধীন কমিশনে ভিন্নমত থাকার পরও ইভিএম ব্যবহারে চূড়ান্ত উদ্যোগ গ্রহণে সুস্পষ্ট হল প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দৃঢ়সংকল্পবদ্ধ। তিনি স্বাধীন বিবেক দ্বারা স্বায়ত্তশাসিত নন।

বিএনপির এ নেতা বলেন, ভোটারবিহীন অবৈধ সরকারের বাকশালী বিবেকই সিইসি নিজের মধ্যে প্রথিত করেছেন। এটি দিবালোকের মতো সত্য প্রমাণিত হল যে, সব দিক থেকে ইভিএমের ব্যাপারে বিরোধিতা থাকার পরও সিইসিসহ কয়েকজন কমিশনারের একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আগামী নির্বাচন জালিয়াতি করারই চূড়ান্ত মাস্টারপ্ল্যান।

বিএনপির এ নেতা বলেন, বিশেষজ্ঞরা মনে করেন, একটি গোপন কোড জানা থাকলেই ইভিএম ভোটিং মেশিনের গণনাপদ্ধতি সম্পূর্ণ পাল্টিয়ে ফেলা যায়। ভোটারবিহীন আওয়ামী জোটের সরকার জনগণের টাকায় জালিয়াতি করার মেশিন কিনে জালিয়াতির নির্বাচন করতে চায়।

 

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা রোধে যাত্রীকল্যাণ সমিতির ১০ সুপারিশ
পরবর্তী নিবন্ধজাতীয় ঐক্যে সরকারের ভেতর ভয় ঢুকে গেছে: মওদুদ আহমদ