পপুলার২৪নিউজ ডেস্ক :
ভারতের ঘরোয়া ফুটবল আসর ইন্ডিয়া উইমেন্স লিগে টানা চার ম্যাচে গোল করলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে সাবিনার জোড়া গোলে ইন্দিরা গান্ধী অ্যাকাডেমিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তার দল তামিলনাড়ু সিথু এফসি। এদিকে এ জয়ে তার দলটির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল।
শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৭ মিনিটে সেথুর অধিনায়ক ইন্দুমাথি গোল করে দলকে এগিয়ে দেন। ৩৪ মিনিটে সমতা আনেন ইন্দিরাগান্ধী অ্যাকাডেমির প্রদীপা। ৭৫ মিনিটে সাবিনার গোলে ২-১ এ এগিয়ে যায় সেথু। এরপর খেলার ৮১ মিনিটে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন বাংলাদেশের নারী জাতীয় দলের অধিনায়ক। ভারতে এ লিগে পাঁচ ম্যাচে সাবিনার মোট গোল ৬টি।
এই জয়ের পর ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সিথু এফসি। লিগের আগের চার ম্যাচে ৪ গোল করেছিলেন সাবিনা। গত ম্যাচে ইন্ডিয়া রাস সকার ক্লাবকে ৩-২ গোলে হারানোর দিনেও জোড়া গোল করেন তিনি। রাইজিং স্টুডেন্ট ও গোকুলাম এফসির বিপক্ষে সেথুর জেতা ম্যাচেও একটি করে গোল করেছিলেন সাবিনা। তবে তার সঙ্গী হয়ে যাওয়া কৃষ্ণা এখনও গোলের মুখে দেখেননি।