ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আছেন মেসি, রোনাল্ডো নেই

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি) বার্সেলোনার হয়ে মেসি থাকলেও রিয়ালের হয়ে মাঠে নামবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

প্রাক-মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কনফেডারেশন্স কাপের সময় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগেই রাশিয়া ছাড়েন রোনাল্ডো। যমজ সন্তান দেখতে দেশে ফেরেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

২৩ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচ তাদের। বার্সার বিপক্ষে ক্লাসিকো ২৯ জুলাই। রোনাল্ডোবিহীন সেই রোমাঞ্চ দেখতে হবে আমেরিকার দর্শকদের।

সিআর সেভেন না থাকলেও করিম বেনজেমা, গ্যারেথ বেল, টনি ক্রুজদের নিয়ে মাঠে নামবে রিয়াল।

বার্সার প্রথম ম্যাচ ২২ জুলাই, জুভেন্টাসের বিপক্ষে। মেসির সঙ্গে সুয়ারেজ, নেইমারকে নিয়েই আমেরিকা উড়াল দিচ্ছে দলটি। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধমায়ের মস্তিষ্ক মৃত, ১২৩ দিনে জন্মাল যমজ শিশু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিশুদের মৃত্যু ‘মারাত্মক অপুষ্টিতে’