ইনজুরিতে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু শেষটায় কিছুটা অতৃপ্তি নিয়ে ফিরতে হচ্ছে এই তারকাকে। ইনজুরির কারণে সিরিজের মাঝপথে ছিটকে গিয়েছেন এই ওপেনার।

বয়সটা ৩৭ ছাড়িয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন ডেভিড ওয়ার্নার। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটকে বিদায় বললেও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন স্বাচ্ছন্দ্যে। আসন্ন বিশ্বকাপের পর বিদায় জানাবেন এই ফরম্যাটকেও। বিশ্ব আসরের আগে জাতীয় দলের হয়ে শেষ সিরিজ খেলতে যান নিউজিল্যান্ডে। তবে সেটা শেষ না করেই ফিরত হচ্ছে তাকে।

কুঁচকির চোটের কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন ওয়ার্নার। তবে চোট খুব কিছু নয়। সেরে উঠতে অল্প কয়েক দিন সময় লাগবে। তাই আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলে খেলতে ওয়ার্নারের কোনো সমস্যা হবে না। নতুন কোনো চোট হানা না দিলে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবেন তিনি।

নিউজিল্যান্ড সিরিজে কেবল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছিলেন ওয়ার্নার। দ্বিতীয় ম্যাচের একাদশেও তাকে রাখা হয়নি। শুরুতে বিশ্রাম দেয়া হয়েছে বলা হলেও পরে জানা যায় ইনজুরির কথা। চোটের কারণেই ওই ম্যাচে ছিলেন না ওয়ার্নার।

আরও পড়ুন: ‘জীবনে কিছুই করতে পারিনি বাবার জন্য, এই পারফরম্যান্সটা তাকে উৎসর্গ করছি’

চোটের কবলে পড়েছে নিউজিল্যান্ডও। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। দ্বিতীয় ম্যাচে উইকেটকিপিং করার সময় চোট পেয়েছেন তিনি। ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার ইতোমধ্যে নিজের বাড়িতে ফিরে গেছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমাইকেল জর্ডানকে পেছনে ফেলে জনপ্রিয়তায় শীর্ষে মেসি
পরবর্তী নিবন্ধ‘পরজীবি’ জাতীয় পার্টির প্রয়োজন আছে, ‘গৃহপালিতের’ নয়: জিএম কাদের