পপুলার২৪নিউজ ডেস্ক:
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার পাশে আবর্জনা রাখার জায়গায় ভূমিধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।
শনিবার রাতে কোশে ল্যান্ডফিলে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি, বিবিসির।
সরকারি সূত্রগুলো বলছে, এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে সব ধরনের তৎপরতা চালাচ্ছে সরকার।
ওই এলাকার একজন বাসিন্দা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত এলাকায় দেড় শতাধিক মানুষের বসবাস ছিল। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশংকা করা হচ্ছে।
ভূমিধসে বেশিরভাগ ঘরবাড়িই বিপুল পরিমাণ আবর্জনার নিচে চাপা পড়েছে।
স্থানীয় বাসিন্দা তেবেজু আসরেস জানান, মুহূর্তে তাদের ঘরবাড়ি গভীর ভূমিতে হারিয়ে গেল। মা এবং তিন বোন এতে আটকা পড়েছে। তাদের ভাগ্যে কি ঘটেছে, তা জানেন না তিনি।
আরেক বাসিন্দা মোসা সুলেমান আবদুল্লাহ এএফপিকে জানান, তিনি বড় ধরনের শব্দ শুনতে পেয়ে প্রথমে ভাবেন টর্নেডো হচ্ছে। এরপর মুহূর্তে সব হারিয়ে যায়।
ভূমিধসে দুঃখপ্রকাশ করে রোববার দেশটির যোগাযোগমন্ত্রী নেগেরি লেনচো জানান, সরকার ওই এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের চেষ্টা করছিল। আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেখানে একটি কারখানা নির্মাণ করা হচ্ছিল।
তিনি বলেন, ভূমিধসে যারা নিখোঁজ রয়েছে, তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আক্রান্ত পরিবারকে সরকার পুনর্বাসন করবে।
এছাড়া ভূমিধসের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান নেগেরি লেনচো।