ইতিহাস গড়ার লক্ষে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচেও এগিয়ে বাংলাদেশ। চালকের আসনে টাইগাররা। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলার শেষ হওয়ার আগে বিনা উইকেটে জাকির-সাদমানদের সংগ্রহ ৪২ রান।

মঙ্গলবার (৩ আগস্ট) টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য দরকার আরও ১৪৩ রান। পূর্বাভাস থাকলেও বৃষ্টি না হওয়ায় সময় মতো মাঠে গড়িয়েছে পঞ্চম দিনের খেলা। ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকির হাসান ও সাদমান ইসলাম।

এর আগে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওপেনার সাদমান ইসলাম একপ্রান্ত আগলে রাখেন। আর আগ্রাসী ব্যাটিং করেন অপর ওপেনার জাকির হাসান। ২৩ বলে দুটি করে চার-ছয়ে করেন ৩১ রান। আর ৭ ওভারে স্কোর বোর্ডে বাংলাদেশের যোগ করে ৪২ রান।

টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশে সুযোগ বাংলাদেশের। বিদেশি মাটিতে ইতিহাস গড়া সিরিজ জিততে টাইগারদের প্রয়োজন ১৪৩ রান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা পুরোটাই বাকি। তবে শান্ত-মিরাজদের চোখ রাখতে হচ্ছে আকাশের দিকে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে বৃষ্টি। সোমবার (২ সেপ্টেম্বর) চতুর্থ দিনের শেষ বিকেলে খেলা মাঠে গড়াতে পারেনি আলোক স্বল্পতা ও বৃষ্টির বাধায়।

পরে রাতেও ছিল বৃষ্টির সম্ভাবনা। পঞ্চম দিনেও হতে পারে প্রবল বৃষ্টি, এমতাই বলছে বিভিন্ন আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট। দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়া বিষয়ক একাধিক ওয়েবসাইট।

পাকিস্তান সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা টেস্টের পঞ্চম দিনের খেলা। তবে ওয়েদার ডট কমের আবহাওয়ার পূর্বাভাস বলছে একই সময়ে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। যদিও আবহাওয়া বিষয়ক অন্য ওয়েবসাইটগুলো বলছে, রাওয়ালপিন্ডিতে সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, বেলা ১১টার পর হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত।

এ ছাড়া বৃষ্টি থেমে যাওয়ার পরও আউটফিল্ড ভেজার কারণে রাওয়ালপিন্ডিতে ম্যাচ পিছিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। কাজেই বৃষ্টি থামলেও আউটফিল্ড নিয়ে রয়েছে দুশ্চিন্তা। পরিস্থিতি এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে পঞ্চম দিনের দুটি সেশনে খেলা নাও হতে পারে। এ ক্ষেত্রে তৃতীয় সেশনে চোখ থাকবে সকলের।

পূর্ববর্তী নিবন্ধঅতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে
পরবর্তী নিবন্ধঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো বৃষ্টি হতে পারে