ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল এর গ্রাহক ও সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ এসআরএল গতকাল মঙ্গলবার ইতালির রোমে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ।

জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোঃ আল আমিন এবং ব্যাংকের ওবিডির ডিজিএম মোঃমাহবুবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ বাংলাদেশী প্রবাসীরা বক্তব্য রাখেন।

জনতা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ গতিশীল করার লক্ষ্যে প্রবাসী রেমিট্যারদের প্রতি আহ্বান জানান।

এর আগে গত সোমবার জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল মিলান শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩৮৫তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল