ইউসিটিসি এর নতুন ভিসি প্রফেসর মুহাম্মদ ইউনুছ

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রফেসর মুহাম্মদ ইউনুছ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ লাভ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো: আবদুল হামিদ, প্রফেসর মুহাম্মদ ইউনুছকে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) প্রথম ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। গত ০৮ জুলাই ২০১৮ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, ভিসি হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনুছের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। চট্টগ্রাম শহরের বাকলিয়ার সম্ভ্রান্ত পরিবার আলহাজ্ব ওমদা মিঞা কন্ট্রাক্টর এবং আমেনা খাতুনের সুযোগ্য সন্তান প্রফেসর মুহাম্মদ ইউনুছ জাতিসংঘের আর্থিক অনুদানে ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর ট্রেনিং লাভ করেন এবং একাডেমিক কার্যাবলী পরিদর্শনের জন্য পাকিস্থান, মালয়েশিয়া ও সৌদি আরব ভ্রমন করেন। দেশ ও বিদেশে তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ১৫টি। সরকারী মুসলিম হাই স্কুল, সরকারী কমার্স কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করায় তিনি এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স চারটি পরীক্ষাতেই স্বর্ণপদক লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় গাজীপুর (বর্তমান কুষ্টিয়া), ইউএসটিসিসহ সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ৩০ বছরেরও অধিককাল শিক্ষকতা শেষে ২০১৭ সালে থেকে ইউসিটিসিতে অধ্যাপক, ডীন ও ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োজিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসকলের সচেতনতায় পরিচ্ছন্ন ফেনী শহর গড়ে উঠবে: ওয়াহিদুজজামান
পরবর্তী নিবন্ধঅক্টোবরে গঠন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার : অর্থমন্ত্রী