ইউক্রেনে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার রুশ ফুটবলার ফেডর এসমোলোভ

স্পোর্টস ডেস্ক : প্রথম রাশিয়ান ক্রীড়াবিদ হিসেবে ইউক্রেনে তার দেশের আগ্রাসনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিন্দা প্রকাশ করলেন রাশিয়া ও ডায়নামো মস্কোর ফুটবলার ফেডর এসমোলোভ।

রাশিয়া জাতীয় দলের হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এসমোলোভ। ২০১৮ সালের বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০১২ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া এই স্ট্রাইকার ১৬ গোল করেছেন এবং অ্যাসিস্ট ৪টি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ভোর থেকে হামলা শুরু করেছে মস্কোর সেনারা। প্রথম দিনে ইউক্রেনে নিহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

দেশটিতে এমন আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ প্রকাশ করেছেন এসমোলোভ। ইনস্টাগ্রামে ছোট্ট কিন্তু শক্তিশালী পোস্ট দিয়েছেন। কালো বর্গের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘যুদ্ধ নয়।’ সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন ইউক্রেনের পতাকার সঙ্গে হার্টের ইমোজি।

পূর্ববর্তী নিবন্ধলিটন-মুশফিকের দাপুটে ব্যাটিংয়ে রানের পাহাড় বাংলাদেশের
পরবর্তী নিবন্ধশুটিং সেট থেকে দেড় কোটি টাকার প্রপসঅ্ যানটিক চুরি