ইউএনও ওয়াহিদার বাবা ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে

পপুলার২৪নিউজ ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬৫) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়েছে ।

শনিবার রাত ১০টার দিকে সড়ক পথে অ্যাম্বুলেন্সে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাকে। জেলা প্রশাসনের সহযোগিতায় চিকিৎসকের পরামর্শে ওমর আলী শেখকে ঢাকায় পাঠানো হয়।

বিষিয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের শরীরের একাংশ অকার্যকর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তাই তাকে ঢাকায় জাতীয় জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন কূটনীতিকের ওপর পাল্টা নিষেধাজ্ঞা চীনের
পরবর্তী নিবন্ধশেখ রেহানার জন্মদিন আজ