বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর ব্রাসেলসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও ইইউ এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে। তবে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ইইউ ও বাংলাদেশের মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি ব্রাসেলসে দ্বিতীয় কূটনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।
ইইউ ডেলিগেশনের নেতৃত্ব দেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার ওয়েগ্যান্ড এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।
সংলাপে বাংলাদেশ ও ইইউ উভয় দিকের রাজনৈতিক পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ইইউ’র বৈশ্বিক কৌশল, বাণিজ্য ও বিনিয়োগ, এভরিথিং বাট আর্মস এবং অপরাপর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি যেখানে ইইউ ও বাংলাদেশ সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়।
এসব ইস্যুর মধ্যে আছে কানেকটিভিটি, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং এজেন্ডা ২০৩০।
এতে উল্লেখ করা হয় যে, ইইউ এবং বাংলাদেশ আগামী ২৮ ফেব্রুয়ারি অনিয়মিত অভিবাসন সংক্রান্ত তথ্য ও সচেতনতা বৃদ্ধির একটি কর্মশালা ঢাকায় অনুষ্ঠানের বিষয়ে একমত হয়।
এক্ষেত্রে, ইইউ ও বাংলাদেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অনিয়মিত অভিবাসীদের ইউরোপে থাকার অধিকার নেই সংক্রান্ত একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি)’ সই করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
ইইউ ও বাংলাদেশ ‘হরাইজান ২০২০’ সংক্রান্ত বিষয়ে সহযোগিতার বিষয়েও একমত হয়।
এছাড়াও, নতুন নতুন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়। এসব ক্ষেত্র হল বিজ্ঞান, প্রযুক্তি, উদ্বাবনী খাত ও মহাকাশ খাত।
বিবৃতিতে বলা হয়, উভয়পক্ষ জনগণের পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে। আগামী বছর ঢাকায় পুনরায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। তখন এসব ক্ষেত্রে আবারো অগ্রগতি পর্যালোচনা করা হবে।