স্পোর্টস ডেস্ক : এউইন মর্গ্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হলেন জস বাটলার।
৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান মর্গ্যানের সাড়ে সাত বছরের মেয়াদে নিয়মিত সহঅধিনায়কত্ব করেছেন। ৯টি ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন বাটলার। সম্প্রতি নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও তিনি ছিলেন অধিনায়ক।
বাটলারকে নেতৃত্বে সুপারিশ করেছিলেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি। বুধবার সন্ধ্যায় ইসিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মার্টিন ডারলো ও প্রধান নির্বাহী ক্লেয়ার কন্নর তাতে সম্মতি দেন।
ভারতের বিপক্ষে ৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নেতৃত্বে অভিষেক হচ্ছে বাটলারের। শুক্রবার এই সিরিজের দল ঘোষণা হবে। আগামী এক মাস ব্যস্ত সময় কাটবে নতুন অধিনায়কের। ২৫ দিনে ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে ইংল্যান্ড।
সাদা বলের নতুন কোচ ম্যাথু মটের সঙ্গে বাটলারের প্রথম নজর থাকবে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। ৫০ ওভারের বিশ্বকাপও খুব বেশি দূরে নয়, ২০২৩ সালের নভেম্বরে। পরের বছর ক্যারিবিয়ন ও যুক্তরাষ্ট্রে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।