স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কার্ডিফে শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরুটা করেছে দুর্দান্ত। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা।
বাংলাদেশের শুরুটাও একই রকম হয়েছে। টাইগাররাও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে হেরে যায়। ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফেরার আশা টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
তবে ইংল্যান্ডের বিপক্ষে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে সবকিছু যেন এলোমেলো না হয়ে যায় সেই দিকেই বেশি নজর টাইগারদের। স্বাগতিক দল বলেই মাশরাফির বাড়তি সতর্কতা। বড় দল হলেও মাঠে ইংল্যান্ডকে এক বিন্দুও ছাড় দিতে নারাজ বাংলাদেশ।
বলেন, ‘অবশ্যই আমরা শনিবারের (৮ জুলাই) ম্যাচে সেরা দলের বিপক্ষে মাঠে নামছি। তবে আমরা এমন ভাবছি না তাদের আমরা হারাতে পারবো না। মাঠের লড়াইয়ে একবিন্দুও ছাড় দেবো না’—যোগ করেন অধিনায়ক মাশরাফি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার(উইকেটরক্ষক), ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট ও মার্ক উড।