আ.লীগ-বিএনপিসহ নাম দিয়েছে ২৪টি দল

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য পাঁচটি করে নাম জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৪টি রাজনৈতিক দল।মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগে নামগুলো জমা দেয় এই রাজনৈতিক দলগুলো।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বেলা তিনটা পর্যন্ত দলগুলো নাম জমা দিতে পারবে।
মন্ত্রিপরিষদে নাম জমা দেওয়া শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘একটি খামে করে সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পাঁচজনের নাম জমা দেওয়া হয়েছে।’
গতকাল সোমবার রাতে দলটির কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় নামগুলো চূড়ান্ত করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দিয়েছে বিএনপিও। দলটির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, নাগরিক সমাজের লোকদের নাম দেওয়া হয়েছে। যাঁদের নাম দেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। তাঁরা সমাজে গ্রহণযোগ্য বলে বিবেচিত। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার একটি খাম জমা দেন।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে নাম দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের সিদ্ধান্ত অনুযায়ী গত রাতে বাংলাদেশ ন্যাপ, বিজেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম তাদের প্রস্তাবিত নাম বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসিতে নারী সদস্য চায় খেলাফত মজলিস
পরবর্তী নিবন্ধমেসি যখন বার্সার ‘৭৮.৫৭ শতাংশ’!