আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশে সৌম্য

স্পোর্টস ডেস্ক : বুধবার বিসিবি একাদশের বিপক্ষে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল সিলেটের গ্রাউন্ড টু-এ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বিসিবি একাদশের হয়ে সেই ম্যাচ খেলতে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।

অনানুষ্ঠানিক সেই প্রস্তুতি ম্যাচ খেলতে সুযোগ পেয়েছেন মূল স্কোয়াডে থাকা ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও জাকির হাসান।

প্রথমবার বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে আয়ারল্যান্ড। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে একটি টেস্ট খেলবে আইরিশরা।

তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে ১৮ মার্চ। সেখানেই হবে বাকি দুই ওয়ানডে। মূল মঞ্চে মাঠে নামার আগে অতিথিরা বুধবার পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য বিসিবি ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। যেখানে ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটারদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের রাখা হয়েছে।

প্রথম বিভাগ থেকে উঠে আসা দুয়েকজন ক্রিকেটারও রয়েছে। আবার পাইপলাইনে থাকা ক্রিকেটারও রয়েছেন।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ সদস্যের বিসিবি একাদশ: সৌম্য সরকার, আশেক আহমেদ রোহান, ইয়াসির আলী রাব্বি, শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাসুম আহমেদ, রিশাদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, মুশফিক হাসান ও আরিদুল আকাশ।

 

পূর্ববর্তী নিবন্ধধাক্কা দেওয়ার আগে মার্কিন ড্রোনের ওপর জ্বালানি ফেলেছিল রুশ বিমান
পরবর্তী নিবন্ধবড় হচ্ছে ফিফা বিশ্বকাপের আসর