আহত টাইগারদের ফিটনেস পরীক্ষা আজ

পপুলার২৪নিউজ ডেস্ক:

10আজই নির্ধারিত হবে তাদের ভাগ্য। ভারতে ঐতিহাসিক টেস্ট সফরে মাঠে নামার জন্য ফিটনেসের পরীক্ষা দিতে হবে আজ নিউজিল্যান্ড থেকে চোট নিয়ে ফেরা টাইগারদের।
সেই তিন টাইগার হলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক।

এদিকে মুশফিক মমিনুলকে নিয়ে শঙ্কা কাটলেও ইমরুলকে নিয়ে শঙ্কা রয়েই গেছে। মুশফিক দীর্ঘসময় ব্যাটিং করতে পারছেন। মমিনুলের পাঁজরের ব্যথা কমে গেছে অনেকটাই। কিন্তু ইমরুলের টিয়ার এখনও সাড়েনি। তার সর্বশেষ অবস্থা জানা যাবে আজ। পুরোপুরি ফিট না করে ইমরুলকে মাঠে নামানোর পক্ষে নয় ফিজিও। কারণ এতে সে দীর্ঘসময়ের জন্য চোটগ্রস্ত হতে পারে। এমনকী শ্রীলঙ্কা সফর থেকেও ছিটকে যেতে পারে।

ফিটনেস টেস্টের পাশাপাশি আজ বিকাল থেকে শুরু হবে অনুশীলন। দুই দিনের এই অনুশীলন সেশনে অংশ নেওয়া ক্রিকেটারদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও সাকিব এবং তামিম যথারীতি অনুশীলনে থাকছেন না। ছুটিতে থাকছেন আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটার।

পূর্ববর্তী নিবন্ধমানিকগঞ্জে আক্তার ফার্নিচারের গোডাউনে আগুন
পরবর্তী নিবন্ধদর্শকদের বিদ্রুপের উচিত জবাব দিলেন রোনালদো