আসুন আমরা সবাই মিলে সুন্দর সমাজ গড়ে তুলি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি আপনাদের কাছে সুযোগ চাই, আসুন আমরা সবাই মিলে সুন্দর সমাজ গড়ে তুলি। আগামীকাল বাঁচবো কিনা জানি না, আসুন আজ থেকেই শুরু করি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের কাশীপুরে সার্বজনীন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, শান্তিতে থাকতে চায়। মায়েরা ছেলেদের নিয়ে নিশ্চিত হতে চায়, কারো ছেলে বাহিরে গিয়ে মাদকাসক্ত হবেনা। আমরা সবাই এক হতে পারলে এটা সম্ভব। আমাকে কাজে লাগান, যদি আমার শরীরটা ভালো থাকে আমি কাজ করবো।

শামীম ওসমান বলেন, আমার মৃত্যুর পর যদি আপনাদের চোখে একটু পানি আসে, আমার জন্য আল্লাহর কাছে মাফ চান এটুকুই আমি চাই। ক্ষমতায় থাকলে ফুল পাওয়া যায়, না থাকলে তা উল্টাতে সময় লাগে না। আমরা তিন পুরুষ ধরে রাজনীতি করি আমি তা জানি। আমার মা বাবা ভাইয়ের জন্য দোয়া চাই।

তিনি বলেন, আমি তো মানুষ-ফেরেশতা না, আমারও ভুল হতে পারে। আমি অন্যায়কে প্রশ্রয় দেই না, শক্তি প্রদর্শন করি না। আওয়ামী লীগের মধ্যে ভালো খারাপ সব আছে। আগামী দিনের স্বপ্ন পূরণ করতে শেখ হাসিনাকে খুব দরকার। তার জন্য সবাই দোয়া করবেন। এতিম একজন মানুষ উনি। আমিও একজন এতিম মানুষ, আমার জন্যও দোয়া চাই।

পূর্ববর্তী নিবন্ধরমজানে প্রাথমিকের ক্লাস রুটিন পরিবর্তন
পরবর্তী নিবন্ধফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া: ন্যাটোকে জেলেনস্কি