আন্তর্জাতিক ডেস্ক
আসামে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ আরোহী। বুধবার (৩ জানুয়ারি) সকালে ভারতীয় রাজ্যটির গোলাঘাট জেলার বালিজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোলাঘাটের এসপি রাজেন সিং বলেন, যাত্রীবাহী বাসটি গোলাঘাট জেলার কামারবান্ধা এলাকা থেকে টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। বালিজান এলাকায় পৌঁছালে এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি আসছিল জোড়হাটের দিক থেকে।
তিনি জানান. ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করে দেরগাঁও সিএইচসি’তে পাঠানো হয়। আহত ২৭ জনকে নেওয়া হয় যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আরও দুজন মারা যান।
পুলিশের এ কর্মকর্তা বলেন, আমরা তদন্ত করছি এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।