আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে এমটিওদের ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের দ্বিতীয় ব্যাচের ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ১ মার্চ, মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি এমটিওদের আহ্বান জানান।
উন্নত নৈতিক চারিত্রিক গুনাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমটিওদেরকে পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করছে অ্যাপল
পরবর্তী নিবন্ধভোজ্যতেলের দাম বাড়ার বিষয়ে সিদ্ধান্ত আজ