পপুলার২৪নিউজ ডেস্ক:
পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ পান করানো আলোচিত অষ্ট্রেলীয় নারী সিনেটর লেরিসা ওয়াটার্স পদত্যাগ করেছেন। খবর বিবিসির।
তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রকাশ পাওয়ায় মিইনর গ্রিন পার্টির কানাডায় জন্ম গ্রহন করা এ সিনেটরকে পদত্যাগ করতে হয়।
অষ্ট্রেলিয়ার সংবিধান অনুসারে কেন্দ্রীয় সরকারের কোন কর্মকর্তার দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না।
গত শুক্রবার স্কট লুডলাম নামে গ্রিন পার্টির আরেক সিনেটরকে দ্বৈত নাগরিকত্বের জন্য পদত্যাগ করতে হয়েছে। অষ্ট্রেলিয়ার পাশাপাশি তার নিউজিল্যান্ডেরও নাগরিকত্ব ছিল।
৪০ বছর বয়সী লেরিসা ওয়াটার্স বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমার বয়স যখন ১১ মাস তখন আমি বাবা-মার সঙ্গে অস্ট্রেলিয়া চলে আসি।
দ্বৈত নাগরিকত্বের জন্য সিনেটর স্কট লুডলামের পদত্যাগের পর বিষয়টি আমি জানতে পেরে আমি নিজেও পদত্যাগ করি।
গত মে মাসে এ বামপন্থী অষ্ট্রেলীয় সিনেটর পার্লামেন্ট চলাকালে তার দুই মাস বয়সী কন্যাশিশুকে আলিয়াকে বুকের দুধ পান করিয়ে গোটা বিশ্বে হইচই ফেলে দেন।