আ’লীগের পক্ষে ভোট চাইছেন একদল তারকা

পপুলার২৪নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে একদল তারকা।

গত ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামী লীগের পক্ষে ভোট চাইছেন তারা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ক্ষমতাসীনদের নির্বাচনী প্রচারণায় অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

নির্বাচনী প্রচারণায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ক্রীড়া ব্যক্তিত্ব সত্যজিৎ দাস রুপু, আশরাফ উদ্দিন চুন্নু, অভিনেতা জাহিদ হাসান, মাহফুজ আনাম, শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, নূতন।

এ ছাড়া শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, তানভীন সুইটি, আজমেরী বাঁধন, শামীমা তুষ্টি, চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক, কণ্ঠশিল্পী এসডি রুবেলকে ভোটের প্রচারণায় দেখা গেছে।

রাজধানীর পথে পথে তারকারা সবার কাছে আওয়ামী লীগের গত ১০ বছরের উন্নয়ন ও বিএনপি-জামায়াত জোট সরকারের উন্নয়নের তুলনামূলক হিসাবের তথ্যসংবলিত একটি পুস্তিকা বিতরণ করেন।

এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে বিএনপি-জামায়াতকে ভোট না দিতে লিফলেট বিতরণ করেন।

একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস।

পূর্ববর্তী নিবন্ধহার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের আঘাতে ২ ট্রেনযাত্রী নিহত
পরবর্তী নিবন্ধবুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা