আলট্রা ট্রেইল ম্যারাথনে জনতা ব্যাংক কর্মকর্তা আরিফুর রহমান চতুর্থ

নিজস্ব ডেস্ক:

আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে জনতা ব্যাংক লিমিটেডের প্রিন্সিপ্যাল অফিসার আরিফুর রহমান বেলাল চতুর্থ স্থান অর্জন করেছেন। গত শুক্রবার (২৯.০১.২০২১) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে অনুষ্ঠিত ম্যারাথনে ৫০ কিলোমিটার ৪ ঘন্টা ১৮ মিনিটে তিনি ফিনিশিং পয়েন্টে পৌছেন। এর আগে তিনি মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথন (৫০ কিমি) ২য় স্থান, দেশের সবচেয়ে বড় এডভেঞ্চার বাংলা চ্যানেল (১৬.১ কিমি) ৪ ঘন্টা ৮ মিনিটে পাড়ি দিয়ে ৮ম স্থান, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ম্যারাথন (৪২.২০ কিমি) ৩ ঘন্টা ২০ মিনিটে ১২তম স্থান, বাংলাদেশ ট্রেইল ম্যারাথনে (৪২.২০ কিমি) ৬ষ্ঠ স্থান অর্জন করেন। এছাড়া এই দৌড়বিদ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রায় ২০টি হাফ ম্যারাথনে অংশ নিয়ে সফলতা অর্জন করেন।

 

পূর্ববর্তী নিবন্ধসু চি গৃহবন্দি
পরবর্তী নিবন্ধজাতিসংঘের বিবৃতি ঠেকিয়ে দিল চীন