আর্জেন্টিনায় জামাল ভূঁইয়া!

স্পোর্টস ডেস্ক : বাতাসে গুঞ্জন ছিল আগে থেকেই। ধারণা ছিল, নিজের পরের মৌসুমের জন্য শেখ রাসেলের বদলে আর্জেন্টিনার ক্লাব সোল ডি মায়োকে বেছে নেবেন বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়া। সেই কথার সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করেনি কেউই। তবে, এরমাঝেই জামাল উড়ে গেলেন মেসির দেশ আর্জেন্টিনায়।

নিজের ফেসবুক পেইজে বাংলাদেশ জাতীয় দলের নিজ জার্সির ছবি দিয়ে আর্জেন্টিনায় যাবার কথা জানিয়েছেন জামাল নিজেই, ‘এবার আমার সময় এসেছে আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’

নিজের সবশেষ ফেসবুক পোস্টেও দলবদলের ব্যাপারে আভাস না দিয়ে একপ্রকার রহস্যই রেখে দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। এর আগে একাধিকবার আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দি মায়োর সঙ্গে তার চুক্তির কথা সামনে এসেছিল। তবে সেই গুঞ্জন নাকচ করেছেন তিনি নিজেই।

জামালের এমন কৌশলী মন্তব্য নতুন কিছু নয়। কলকাতা মোহামেডানের হয়ে চুক্তি নিশ্চিতের দিনও সকালে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। পরে সেখানেই চুক্তিবদ্ধ হন।

এদিকে জামালের দেশীয় ক্লাব শেখ রাসেলের বিশ্বাস, আরও এক মৌসুম দেশের ফুটবলেই থাকবেন তিনি। ক্লাবের কর্মকর্তারা বলেন, ‘সে (জামাল ভূঁইয়া) পারিবারিক কারণে ইউরোপ যাবে। এজন্য আমাদের সঙ্গে ২০ জুলাই চুক্তি করে। ইউরোপ থেকে ফিরে ফেডারেশনের ফরমে স্বাক্ষর করার কথা বলেছিলেন। আমরা তার কথাকে সম্মান করেছি।’

 

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধএবার আলজেরিয়ায় নিষিদ্ধ করা হলো ‘বার্বি’