বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। প্রায় ১ যুগের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। নিজেকে ভেঙে বার বার প্রমাণ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
ব্যক্তিগত জীবনেও সংসারী হয়েছেন আলিয়া ভাট। এরই মধ্যে সন্তানের মা হয়েছেন তিনি। কন্যা-স্বামী-সংসারের পাশাপাশি অভিনয়েও সরব এই অভিনেত্রী। আইএমডিবির ‘আইকনস অনলি’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে কথা বলেছেন আলিয়া।
এ আলাপচারিতায় ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে আলিয়া ভাট বলেন, ‘আরো সিনেমা করতে চাই। সেটা কেবল অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেও। আরো বাচ্চা চাই, আরো ভ্রমণ করতে চাই, সুস্থ, সুখী, খুব সাধারণ, শান্তিপূর্ণ, পূর্ণ প্রকৃতির জীবন চাই।’
জীবনের লক্ষ্য জানতে চাইলে আলিয়া ভাট বলেন, ‘আমি লক্ষ্যে বিশ্বাসী নই, আমি মাইলফলকে বিশ্বাসী।’
বিশেষ কোনো মাইলফলক স্পর্শ করতে চান কিনা? এ প্রশ্নের জবাবে আলিয়া ভাট বলেন, ‘মাইলস্টোন বিষয়টি এমন, যে বিষয়ে আপনার সচেতন হওয়া উচিত নয়। এটি জীবনের অংশ হিসেবে আসবে। সুতরাং আপনি এটিকে পাশে রেখে সামনে এগিয়ে যান। এর সঙ্গে খুব বেশি যুক্ত হবেন না, এখান থেকে বেশি কিছু আশাও করবেন না। বরং আপনি আপনার কাজগুলো করতে থাকুন।’
২০১৮ সালে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।
আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিগরা’। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন ভাষণ বালা। গত ১১ অক্টোবর ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় এটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।