তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ক্রিকেটার আরাফাত সানির জামিনের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সানির জামিনের আবেদন করেন তার আইনজীবী মুরাদুজ্জামান মুরাদ।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম আগামী ১৫ ফেব্রুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন।
গত ২২ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া আসামি আরাফাত সানির পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ জানুয়ারি রিমান্ড শেষে সানিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে সানীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সানীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।