আরও ২৩০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত এক দিনে ২৩০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও এক জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করে এই ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৩ শতাংশে। নমুনা পরীক্ষা কম হওয়ায় আগের দিন শনাক্তের হার ৬ দশমিক ৫১ শতাংশে উঠেছিল।

শনিবার দেশে ১৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল একজনের। সেই হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের উদ্যোগে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ প্রকাশিত
পরবর্তী নিবন্ধপ্রয়োজনে অন্য দেশ থেকে খাদ্য আমদানির নির্দেশ