পপুলার২৪নিউজ ডেস্ক:
হজযাত্রীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে নতুন করে আরও ১১টি এজেন্সির বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ধর্ম মন্ত্রণালয়।
সূত্র জানায়, ৯৮ জন মুসুল্লি ওই এজেন্সিগুলোর বিরুদ্ধে হয়রানি, প্রতারণা, ভিসা পাওয়া সত্ত্বেও টিকিট না দেয়ার অভিযোগ আনে। এরপ্রেক্ষিতে সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
এরআগে শনিবার সন্ধ্যায় সাতটি হজ এজেন্সির বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ওইদিন বিমান টিকিট না পাওয়া কয়েকশ মুসুল্লি বিক্ষোভ প্রদর্শন করেন।
সব মিলিয়ে মুসুল্লিদের অভিযোগের প্রেক্ষিতে ১৮টি এজেন্সির বিরুদ্ধে জিডি করা হলো।
জিডিতে বলা হয়েছে, ভিসাকৃত কোনো হজযাত্রী যদি সৌদি আরব যেতে না পারেন তবে এজেন্সির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং লাইসেন্স বাতিল করা হবে।