আরও আড়াই লাখ টন ধান কিনবে সরকার

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে আরও আড়াই লাখ টন বোরো ধান কিনবে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কিনব। প্রয়োজনে সংগ্রহের পরিমাণ আরও বাড়বে।’

এর আগে দেড় লাখ টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছিল জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে।’

পূর্ববর্তী নিবন্ধযে কলেজে ভর্তি হচ্ছেন পূজা ও দীঘি
পরবর্তী নিবন্ধএবার পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি