‘আরও অনেক বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে’

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুর্নীতির অভিযোগ ওঠা তিন বিচারপতি ছাড়াও হাইকোর্টের আরও অনেক বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

প্রসঙ্গত অনিয়মের অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতিকে বিচারিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। সুপ্রিমকোর্টের বৃহস্পতিবারের কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও এই তিন বিচারপতির নাম রাখা হয়নি। তারা হলেন-বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি একেএম জহুরুল হক।

তবে কোন ধরনের অনিয়মের অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সুপ্রিমকোর্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধ২১ আগস্টের জন্য বিএনপি দায়ী হলে পিলখানার দায় আ.লীগের : রিজভী  
পরবর্তী নিবন্ধ১০০ কোটির ক্লাবে ‘মিশন মঙ্গল’