রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারী ও শিশুসহ চারজন মারা গেছেন। সোমবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর কাটাখালী খানার চককাপাশিয়ায় এই ঘটনা ঘটে। মৃতরা হলো মুক্তা বেগম (৩৫), আলেয়া বেগম (৬৫), সোহান (৮) ও পরশ (৮)। তারা চককাপাশিয়া এলাকার বাসিন্দা।
এদের মধ্যে আলেয়া ও মুক্তা আম বাগানেই মারা গেছেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর পরশ ও সোহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে জীবন (৫) ও ভুট্ট (২০) নামের দুজন। তারাও একই এলাকার বাসিন্দা।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহতরা এলাকার একটি বাগানে আম কুড়াতে গিয়েছিলেন। ঝড়-বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় তিন শিশুসহ চারজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।