পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের অধিনায়ক বিরাট কোহলি খুবই বদমেজাজি তা সবারই জানা। তার আচরণগত সমস্যা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টেও দৃষ্টিকটূ আচরণ দেখা গেল কোহলির। তার এমন আচরণের শিকার ফিল্ড আম্পায়ার জয়েল উইলসন।
ওয়েস্ট ইন্ডিজের এই আম্পায়ারের সঙ্গে রীতিমতো রাগ ঝাড়লেন কোহলি। তবে আম্পায়ার বলে কথা। তার সিদ্ধান্ত তো মানতেই হবে।
দ্বিতীয় ইনিংসে শেষ দিনের প্রথম সেশনে ব্যাট করছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন সাব্বির রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
দুজনেই ভালোভাবেই ভারতের বোলারদের খেলে যাচ্ছিলেন। নিয়মানুযায়ী প্রতি সেশনে দুই ঘণ্টা খেলার কথা। এই দুই ঘণ্টায় সাধারণত ৩০ ওভার খেলা হয়ে থাকে।
তবে ওই সেশনে ৩২ ওভার ব্যাট করে বাংলাদেশ। ২ ঘণ্টা সময়ও শেষ হয়। কিন্তু বিরাট কোহলি আরও কয়েক ওভার বল করতে চেয়েছিলেন।
এ নিয়ে আম্পায়ার উইলসনের সঙ্গে কথাও বলতে দেখা গেছে। তবে উইলসন রাজি হননি। এসময় বিরাট কোহলি তার হাতে থাকা বলটি উইলসনের দিকে একটু রাগান্বিত হয়েই ছুঁড়ে মারেন।
পরে রাগান্বিত অবস্থায় সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন কোহলি।