আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মার্চের শেষ দিকে হবে এই দ্বিপাক্ষিক সিরিজ, নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠী।

আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ওয়ানডে সিরিজ বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের পাশে দাঁড়াতে সিরিজটি খেলতে যাচ্ছে পাকিস্তান।

নাজামের আশা, এই সিরিজ আফগানিস্তানের ক্ষতি পুষিয়ে দেবে। তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের সিদ্ধান্তে ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তান শারজায় মার্চের শেষ দিকে আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে।’

নারীদের প্রতি বৈরি আচরণ ও তাদের শিক্ষা কার্যক্রম বন্ধে তালেবানের কঠোর পদক্ষেপের নিন্দা জানাতে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়।

 

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৭
পরবর্তী নিবন্ধআমার মন্তব্য ছিল ফখরুলকে নিয়ে, হিরো আলম নয়: ওবায়দুল কাদের